বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
ওয়ার্ডপ্রেস মিডিয়া টিউটোরিয়াল
ওয়ার্ডপ্রেস মিডিয়া টিউটোরিয়াল (Wordpress Media Tutorial)
তথ্য
সর্বশেষ আপডেট হয়েছে: 25 ডিসেম্বর 2014
রচিত হয়েছিল: 12 ডিসেম্বর 2014
ওয়ার্ডপ্রেসে "Media" মেনুতে ক্লিক করে নতুন ছবি যোগ করা যায়। www.ourbangla12.blogspot.com লিংকে গেলে আপলোডকৃত ছবি (বা যেকোন মিডিয়া) গুলির তালিকা দেখতে পারবেন। Media মেনু আর এর সাবমেনু "Upload" এ একই লিংক
এখানে যেকোন ছবির উপর ক্লিক করে ছবি ডানে বামে ঘুরানো সহ আরও বেশ কিছু এডিট করা যায়। নতুন পোস্ট যোগ করার সময় যখন "Featured Image" যোগ করবেন তখন এখানকার ছবিগুলি সেখানে দেখায়।
নতুন একটি ছবি যোগ করতে "Add New" লিংকে ক্লিক করুন Media মেনু থেকে। তাহলে নিচের মত আপলোডার উইন্ডো আসবে
এখান থেকে এক বা একাধিক ছবি একসাথে আপলোড করতে পারবেন। ইচ্ছে করলে ছবি মাউস দিয়ে টেনে এনে এটার উপর ছেড়ে দিতে পারেন (ড্রাগ এন্ড ড্রপ), সাথে সাথে আপলোড শুরু হবে। যদি আপনার ব্রাউজারে এটা সাপোর্ট না করে তাহলে "browser uploader" লিংকে গিয়ে একটা একটা করে ছবি ব্রাউজ করে দেখিয়ে দিতে পারেন এবং এভাবেও আপলোড হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন