বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫
ফটোশপ লেয়ার টিউটোরিয়াল
ফটোশপ লেয়ার টিউটোরিয়াল (Photoshop Layer)
তথ্য
সর্বশেষ আপডেট হয়েছে: 16 জুলাই 2014
রচিত হয়েছিল: 06 অগাস্ট 2008
ফটোশপে লেয়ার গুরত্বপূর্ন বিষয়।ফটোশপে কাজ শুরুর আগে লেয়ারর ব্যাপারে জানতে হবে।এবার লেয়ার নিয়ে ব্যাসিক আলোচনা করা যাক।
লেয়ারের প্রথম ব্যবহার শুরু হয় ফটোশপের ৩.০ ভার্সনটি বাজারে আসার পর।লেয়ারগুলি একটি আরেকটির উপর স্বচ্চ পর্দার মত।লেয়ারগুলি একসাথে মিশিয়ে অথবা অন্যভাবেও সাজিয়ে এর ইফেক্ট তৈরী করা যায়।ধরি আমি উপরের লেয়ারে একটি ছবি আকতে চাই,নিচের লেয়ারটি যেমন আছে তেমনই থাকবে কিন্তু উপরের লেয়ারের অঙ্কিত ইফেক্টটি এ লেয়ারে দেখা যাবে।কোন ছবিতে কোন পরিবর্তন না এনে যেকোন ধরনের ইফেক্ট যোগ করার সুবিধা ফটোশপ দিতে পারে।
* যখন কোন নতুন ছবি বা ডকুমেন্ট খুলি তখন এটা একটা লেয়ারে থাকে,নিজস্ব লেয়ার এটা অমরা দেখি।এটাকে সাধারনত ব্যাকগ্রাউন্ড লেয়ার বলে এবং এই লেয়ার প্যালেটটি ডানদিকে নিচের দিকে থাকে।
লেয়ার প্যালেটটি ফটোশপের কন্ট্রোল প্যানেল।লেয়ার গুলি একটি আরেকটির উপর রাখা যায়,সরানো যায় ক্লিকের মাধ্যমে অথবা মাউস দিয়ে ড্রাগিং করেও করা যায়।
লেয়ার তৈরী করা-
লেয়ার তৈরীর কয়েকটি পদ্ধতি আছে,সধারনত প্যালেটের নিচে ডান দিকে "Create new Layer" আইকনে ক্লিক করে লেয়ার তৈরী করা যায়।
এছাড়া Layer মেনু থেকে new ->layer সিলেক্ট করেও নতুন লেয়ার তৈরী করা যায়।উল্লেখ্য এখানে নতুন লেয়ার তৈরীর কিবোর্ড শর্টকাটও দেখতে পাব।
এভাবে লেয়ার তৈরী করলে ফটোশপ আপনার কাছে লেযারের নাম কি দিবেন তা জানতে চাবে,নাম দিতে পারেন অথবা ok বাটন ক্লিক করলেও নতুন লেয়ার তৈরী হয়ে যাবে লেয়ার প্যালেটে।লেয়ার প্যালেটে যেকোন লেযারে ডাবল ক্লিক করেও লেয়ারের নামকরন করা যাবে।
লেয়ার লুকানো/hide করা
লেয়ারের অরেকটি সুবিধা হচ্ছে কাঙ্খিত লেয়ার প্যালেটের যেকোন লেয়ারের eye আইকনে ক্লিক করে হিডেন করে রাখতে পারি।
লেয়ার সংযুক্ত করা/linking layer
লেয়ারগুলি একত্রে সংযুক্ত করা যায়।এটা দরকার হয় যখন move tool এর সাহায্যে লেয়ার বা কোন বস্তু সরানো হয়।লেয়ারের সংযুক্ততা একটি আরেকটিকে ধরে রাখে।একটি সরালে অন্যটিও সাথে(সরে) যায়। লেয়ারগুলি সংযুক্ত করা যায় eye আইকনের পরেই vacant box এ ক্লিক করে।
লেয়ার সিলেক্ট করা
সম্পূর্ন লেয়ার সিলেক্ট করা যায় Ctrl+Click করে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন